প্রশ্ন : শরীরে নির্দিষ্ট অঙ্গ ব্যতীত যদি অতিরিক্ত অঙ্গ থাকে তাহলে তা অজু গোসলের ধৌত করার বিধান কি?

উত্তর :

গোসলের সময় অতিরিক্ত অঙ্গসহ পুরো শরীর ধৌত করতে হবে। আর উযূর সময় যদি উক্ত অতিরিক্ত অঙ্গ উযূর অঙ্গের ভিতরে হয়ে থাকে (যেমন অতিরিক্ত আঙ্গুল) তবে তাও ধৌত করা ফরজ।–ফাতহুল কদীর ১/১০; রদ্দুল মুহতার ১/২৬১ (শামেলা)

Loading