প্রশ্ন : লন্ডনে ঘর কিনতে হলে ব্যাংক থেকে সূদ ভিত্তিক ঋণ নিয়ে কিনতে হয়। এটা সেখানকার নিয়ম। এখন কোন মুসলিম যদি এইভাবে ঘর কিনে আর তা ভাড়া দেয়, তা কি হালাল হবে?

উত্তর :

এভাবে সূদী লোন নেওয়া সম্পূর্ণ নাজায়েয ও হারাম। অত্যন্ত জঘন্যতম ও ভয়াবহ গোনাহের কাজ। আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। তবে নিয়ে ফেললে প্রাপ্ত ভাড়া হালাল হবে। সেক্ষেত্রে আল্লাহ তাআলার নিকট খাঁটি ভাবে তাওবা করবে।–সূরা বাকারাহ, আয়াত ২৭৯; সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৬

Loading