প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। নামাযের মধ্যে সুরা ফাতিহা পড়েছি কিনা সন্দেহ হলে কি করবো? ২। যদি দুইবার সুরা ফাতিহা পড়ে ফেলি তাহলে কি করবো ? ৩। দুইবার সুরা ফাতিহা পড়ার পর (১ম রাকাআতে) অন্য কোন সুরা মিলাতে হবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। এমতাবস্থায় প্রবল ধারণার ভিত্তিতে আমল করবেন, সাধারন খেয়ালের উপর নয়। অর্থাৎ যদি প্রবল ধারনা হয় যে সূরা ফাতেহা পড়া হয়েছে তবে সিজদায়ে সাহূ দিবেন না। তবে একাকী নামায আদায়ের ক্ষেত্রে সতর্কতামূলক সিজদায়ে সাহূ দিলে কোন সমস্যা নেই।–রদ্দুল মুহতার ২/৯২; তাতারখানিয়া ১/৭৪৭; ইমদাদুল আহকাম ১/৬৮২

২। ফরজ নামাযের প্রথম দুই রাকাআতে বা অন্য যে কোন নামাযে পরপর দুই বার সূরা ফাতেহা পড়লে সিজদায়ে সাহূ ওয়াজিব হবে। তবে যদি এ সকল নামাযে সূরা ফাতেহা দুই বারই পড়েন কিন্তু পরপর নয় বরং একবার সূরা ফাতেহা পড়ে এরপর অন্য কোন সূরা মিলিয়ে আবার সূরা ফাতেহা পড়েন অথবা ফরজ নামাযের শেষ দুই রাকাআতে সূরা ফাতেহা পরপর দুইবার পড়েন তবে সিজদায়ে সাহূ ওয়াজিব হবে না।–ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৩

৩। হ্যাঁ, পড়তে হবে।–সুনানে তিরমিজী, হাদীস নং ২৩৮; আল বাহরুর রায়েক ১/৫১৬, ৫৪৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৭১

Loading