প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১) ৪ রাকাআত ওয়ালা নামাযে ২য় রাকাআতে যদি তাশাহহুদ না পড়ে দাড়িয়ে যাই এবং সাথে সাথেই বসে যাই (তিন তাসবীহ্ কম সময়) তাহলেও কি সাহু সিজদাহ দিতে হবে? ২) ফরজ নামাযে ৩য় রাকাআতে সুরা ফাতিহা পড়ার পর যদি শুধু “বিসমিল্লাহির রহমানির রহিম” পড়ি পড়ে মনে হয় যে ৩য় রাকাতে তো সুরা মিলাতে হয় না। ঐ অবস্থায় যদি রুকু দেই তাহলে কি সাহু সিজদাহ দিতে হবে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, পরিপূর্ণ দাড়িয়ে পরে বসলে সিজদায়ে সাহূ ওয়াজিব হবে।–আদ্দুররুল মুখতার ২/৮৪; আল বাহরুর রায়েক ২/১৭৮,১৭৯

২। না, এমতাবস্থায় সিজদায়ে সাহূ ওয়াজিব হবে না।–ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৪

Loading