প্রশ্ন : মোবাইলে কুরআন রাখার বিধান কি? এমতাবস্থায় মোবাইল স্পর্শ করলে কী গুনাহ হবে?

উত্তর :

মোবাইলে কুরআন রাখা জায়েয তবে লক্ষ্য রাখতে হবে যেন কুরআনের বেহুরমতি বা অসন্মান না হয়। যেমন স্ক্রিনে ভাসা অবস্থায় তা টয়লেট বা কোন নাপাক স্থানে নিবে না। এবং বিনা উযূতে তা স্ক্রিনে ভাসা অবস্থায় স্পর্শ করবে না।- সূরা ওয়াকিয়া, আয়াত ৭৯; মুআত্তা মালেক, হাদীস নং ২৯৬; আল মুজামুল কাবীর, হাদীস নং ১৩২১৭; দারুল উলূম দেওবন্দ, অনলাইন ফাতওয়া নং ১৪৮১১০

Loading