প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। কেউ বলে আল্লাহ উপরে, ২। কেউ বলে আল্লাহ আরশে, ৩। কেউ বলে আল্লাহ আরশের উপরে, ৪। আবার কেউ বলে আল্লাহ সব জায়গায়। আসলে আল্লাহ কোথায়?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
প্রথম কথা হল, এ বিষয়ে চিন্তা ভাবনা এবং গবেষণা করা উচিত নয়। ইমাম মালেক (রহঃ) কে আল্লাহ তাআলার আরশে সমাসীন হওয়ার বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন-
الإستواء معلوم والكيف مجهول والإيمان به واجب والسؤال عنه بدعة
অর্থঃ (আল্লাহ তাআলার) আরশে সমাসীন হওয়ার বিষয়টি জানা। কিন্তু এর ধরন (বা প্রকৃতি) অজানা। এর উপর ঈমান আনা ওয়াজিব। আর এ বিষয়ে প্রশ্ন করা বিদআত।–মিরকাতুল মাফাতীহ ২/১৭
আল্লাহ তাআলার আরশে সমাসীন হওয়া হওয়া এবং সর্বত্র বিরাজ করা উভয়টি কুরআন দ্বারা স্পষ্টভাবে প্রমানিত। কিন্তু এর বাস্তবতা, প্রকৃতি, ধরন আল্লাহ তাআলাই ভালো জানেন। এ ব্যাপারে এর থেকে বেশি কিছু বলা সমীচীন নয়।