প্রশ্ন : প্রথমে সালাম নিবেন। যদি স্ত্রীর অনীহার কারণে এবং স্ত্রীর পরিবার প্রভাবশালী হওয়ার কারণে গোপনে কোন মহিলাকে এই শর্তে বিবাহ করি যে, বিবাহের বিষয়টি গোপন থাকবে। শুধু জরুরত পুরা করার জন্য তার কাছে যাবো এবং তাকে মাসিক সাধ্যানুযায়ী খরচাদি দিবো। তবে তা জায়েয হবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
একাধিক বিবাহ করলে প্রত্যেক স্ত্রীর মাঝে (রাত্রি যাপন, ভরণপোষণ ইত্যাদিতে) সমতা রক্ষা করা জরুরী। অন্যথায় হাদীস শরীফে ভয়াবহ আযাবের কথা এসেছে। তাছাড়া অধিকাংশ ক্ষেত্রেই এগুলো জানাজানি হয়ে যাওয়ায় দুনিয়া জাহান্নামে পরিণত হয়। যা ঈমান আমল নষ্টের কারন হয়ে দাঁড়ায়। এমনিতে হক আদায়ের সামর্থ্য থাকলে এবং সকল স্ত্রীর হক ঠিকভাবে আদায় করে গেলে একাধিক বিবাহে শরয়ী দৃষ্টিকোণ থেকে কোন সমস্যা নেই। তবে বিষয়টি খুব গুরুত্তের সাথে ভেবে সামনে আগানো প্রয়োজন। আর বিবাহ তো দুই একদিনের কোনকিছু নয় বরং তা একটি স্থায়ী জীবন ব্যবস্থার নাম।

Loading