প্রশ্ন : ১) ছেলে ও মেয়ে চুরি করে অভিভাবক কে না জানিয়ে বিয়ে করে পেলেছে, ছেলে বেকার, দুজনেই ছাত্র ৷ বয়স ছেলে ২২, মেয়ে ১৮ বছর ৷ পরে ২ মাস পর তাদের বিয়ের কথা প্রকাশ হয়ে যায় ৷ তারপর ছেলের পক্ষ বিয়ে মেনে নিতে রাজী কিন্তু মেয়ের পক্ষ রাজী নয় ৷ তাই ছেলে ও মেয়ে কে চাপে ও দমক দেয়ায় উভয় একে অপর কে কাজীর কাছে খোলা তালাক দেয় ৷ প্রশ্ন: এখানে তাদের চুরি করে বিয়ে করা জায়েজ হবে কি না ও পরে খোলা তালাক কার্যকর হয়েছে কি না? ২) তালাক হওয়ার তিন মাস পর মেয়ের পক্ষ মেয়ের বিয়ে ঠিক করায় মেয়ে ছেলে ও ছেলের পরিবারের সহযোগীতায় পালিয়ে যায় ৷ তারা এখন সংসার করতেছে ৷ প্রশ্ন: তাদের এ সংসার কি বৈধ হবে?

উত্তর :

ছেলে ও মেয়ের পারিবারিক স্ট্যাটাস বিস্তারিত জানাতে হবে এবং কাজীর নিকট প্রদেয় খোলা তালাকের একটি ফটোকপি পাঠাতে হবে।তবেই জবাব দেওয়া যাবে।

Loading