প্রশ্ন : আসসাঁলামু আলাইকুম, কোথাও জুলুম/অন্যায় হলে পাইকারীভাবে মারা জায়েয কি? যেমন কেউ চুরি করলো (আমার কিছু চুরি করেনি) তাই তাকে ধরে মারা যাবে কি? অথবা গাড়ী উল্টাপাল্টা চালিয়ে এক্সিডেন্ট করলো তাকেও মারা যাবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

হ্যাঁ, সে আসলেই দোষী হলে কিছুটা উত্তম মাধ্যম দেওয়া যেতে পারে তবে লক্ষ্য রাখতে হবে যেন অঙ্গহানি বা অঙ্গ বিকৃত না হয়।–সহীহুল বুখারী, হাদীস নং ৪১৯২

Loading