প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। সন্তান ছেলে নাকি মেয়ে ডাক্তারি পরীক্ষা করে দেখা জায়েয আছে কি? ২। অথবা ডাক্তার যখন আল্ট্রাসনোগ্রাম করে গর্ভের সন্তানের স্বাস্থ্য পরীক্ষা করেন তখন তাকে সন্তান ছেলে না মেয়ে জিজ্ঞাসা করা শরীয়তের দৃষ্টিতে ঠিক হবে কিনা?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, জায়েয নয়। কেননা এর জন্য আলট্রাসনো করতে হয়। আর আলট্রাসনোর জন্য সতর (নাভির নিচের অংশ) অন্যকে দেখাতে হয়।–বাদায়েউস সানায়ে ৬/৪৯৯; আল বাহরুর রায়েক ৮/৩৫৪
২। কখনো চিকিৎসার স্বার্থে আলট্রাসনো করা প্রয়োজন হলে আলট্রাসনোর সময় তা জিজ্ঞাসা করা যেতে পারে। কিন্তু এটা জানার জন্যই আলট্রাসনো করা জায়েয হবে না।

Loading