প্রশ্ন : 1. আমার কাছে 7 ভরি স্বর্ন 1 বছর এর উপরে আছে এর জন্য যাকাত এর বিধান কি? 2. 3.5 Lac এক বছর এর উপরে আছে এর বিধান কি?

উত্তর :

(১+২) উক্ত সাড়ে তিন লক্ষ টাকার জন্য ৮৭৫০ টাকা এবং সাত ভরি স্বর্ণের বিক্রয়মূল্যের উপর শতকরা আড়াই টাকা হারে যাকাত আদায় করবেন।অর্থাৎ উক্ত স্বর্ণ আপনি বিক্রি করতে গেলে স্বর্ণকার যদি আপনাকে প্রতি ভরি বাবদ ৩৫০০০ টাকা দেয় তবে আপনি সাত ভরি স্বর্ণের জন্য ৬১২৫ টাকা যাকাত আদায় করবেন।-মাজমাউল আনহুর ১/২০৭; তাবয়ীনুল হাকায়েক ২/৬২; রদ্দুল মুহতার ২/৩০০।

Loading