প্রশ্ন : আমার মনে অনিচ্ছায় আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কুফুরী চিন্তা আসে। তাছাড়া টিভিতে হিন্দুদের দেব দেবীদের প্রোগ্রাম দেখলে শিরকী চিন্তা আসে। আমি তা করতে চাই না। আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আমি তওবা করেছি। তবুও তা হতে বিরত থাকতে পারছি না। ফলে আমি মানসিক যন্ত্রণায় ভুগছি। যেহেতু আমার অনিচ্ছায় এগুলো হয়। এতে কি আমার গুনাহ হবে?

উত্তর :

না, অনিচ্ছায় আসার দরূন কোন গুনাহ হবে না। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1354
উল্লেখ্য যে, টেলিভিশনের প্রোগ্রাম দেখা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। সেখানে অশ্লীলতা ও বেহায়াপনার ছড়াছড়ি। তাই তা দেখা থেকে বিরত থাকবেন।

Loading