প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমি জানতে চাই, একজন মুসাফির কি ভ্রমনকালে অপারগ হয়ে ফরজ রোজা ভঙ্গ করতে পারে? যদি নিয়ম না থাকে সে ক্ষেত্রে ভঙ্গ করলে করনীয় কি? জানালে উপকৃত হবো।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

হ্যাঁ, একান্ত অপারগ হলে এবং রোযা রাখা সম্ভব না হলে রোযা ভাঙতে পারে। এক্ষেত্রে সে পরে একটি রোযা ক্বাযা করে নিবে।–ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৩,১৯৪; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৬/২৮৯।

Loading