প্রশ্ন : মুহতারাম আসসালামু আলাইকুম আমার ছোট ভাই একটি মেয়েকে গোপনীয় ভাবে বিয়ে করে। এই ব্যাপারে আমাদের দুই পরিবারের কেউ জানতো না। পরে বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার রাজি হয়নি। তখন তারা তালাক দিয়ে মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দেয়। কিন্তু মেয়েটি তার মা বাবার পছন্দের ছেলেটির সাথে বিবাহে রাজি ছিল না। জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এখন অনেক দিন পর মেয়েটির সাথে আমার কথা হয়। মেয়েটি আমাকে বলে আমি এই স্বামীর সাথে যদিও দুনিয়াতে সংসার করি। আখেরাতে আমি কি আমার আগের স্বামী তথা আমার ছোট ভাইকে পাবে কিনা। আপনার কাছে আমার প্রশ্ন হলো মেয়েটি কোন স্বামীর সাথে আখেরাতে থাকবে। বি:দ্র: মেয়েটি বর্তমান স্বামীকে মেনে নিতে পারছে না। কিন্তু তাদের একটা ছেলেও আছে।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
যে মহিলাদের দুনিয়াতে একাধিক বিবাহ হয় তারা আখেরাতে কোন স্বামীর সাথে থাকবে এ ব্যাপারে উলামাদের দুটি মত রয়েছে। একটি হল সে তার সর্বশেষ স্বামীর সাথে থাকবে। অন্যটি হল মহিলাকে এখতিয়ার দেওয়া হবে সে যে স্বামীর সাথে ইচ্ছা থাকতে পারবে।–বিদায়া নিহায়া ১০/৫৮৫; বুস্তানু ফকীহি আবিল লাইছ, পৃষ্ঠা ২৪৮; ফাতাওয়া মাহমূদিয়া ১/৬৯১,৬৯২

Loading