প্রশ্ন : আমার বাবার ৫০,০০০০ টাকার একটি বাড়ি আছে যেটা সে নিজেও ব্যবহার করতে পারছে না। আবার বিক্রয়ও করতে পারছে না কেস চলছে। এদিকে বাবার আর্থিক আবস্থাও ভাল না কোনমত দিন আনে দিন খাওয়ার মত। তাহলে সেই জমির জন্য কী যাকাত ফরজ?

উত্তর :

না, উক্ত বাড়ির যাকাত আদায় করতে হবে না।–রদ্দুল মুহতার ২/২৬৩; ফাতহুল কদীর ২/১৬২; হাশিয়াতুত তাহতাভী আলাল দূর ১/৩৯১।

Loading