প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরত। প্রতিটি পুরুষকে অবশ্যই নারীর প্রতি ইসলামে নির্দেশিত কর্তব্য পালন করতে হবে। নতুবা কাল কিয়ামতের দিনে এক জালিম হিসেবে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে- হযরত, উল্লেখিত বক্তব্যটি সম্পর্কে আমার প্রশ্ন হলো যে- ১। বক্তব্যটি কি কুরআন নাকি হাদীস থেকে নেয়া হয়েছে? ২। যদি বক্তব্যটি কুরআন থেকে উল্লেখ করা হয়ে থাকে, তবে কোন সূরার আলোকে? জাযাকাল্লাহ খয়রান।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। কুরআনে তো হুবহু এভাবে নেই। আর হাদীসেও আমার নজরে পড়েনি। তবে উক্ত বক্তব্যটির বিষয়বস্তু কুরআন হাদীস সমর্থিত।

Loading