প্রশ্ন : সমাজে মানুষদের মধ্যে শোনা যায় যে পুত্র সন্তানকে ২ বছর যাবত মায়ের দুধ পান করানো যায়। আর কণ্যা সন্তানকে ২ বছর ৬ মাস দুধ পান করানো যায়। এটা কি সমাজে প্রচলিত না সত্য। কারণ আমি সূরা বাকারায় ২৩৩ নং আয়াত পড়ে দেখলাম যে, ছেলে হোক মেয়ে হক দুইজনের ক্ষেএেই ২ বছর। মেয়েদেরকে ২ বছর ৬ মাস খাওয়াতে পারে এটি কি হাদীস না সমাজে প্রচলিত।

উত্তর :

ছেলে মেয়ে উভয়কেই দুই বসর দুধ পান করানো যায়।–সূরা বাকারাহ, আয়াত ২৩৩; তাবয়ীনুল হাকায়েক ২/৬৩৪

Loading