প্রশ্ন : কেউ যদি তার স্ত্রীকে রাগের মাথায় ফোনে এক তালাক, দুই তালাক, তিন তালাক বলে তাহলে কি তালাক হয়ে যাবে?

উত্তর :

হ্যাঁ, তার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে সে তার স্বামীর জন্য স্থায়ীভাবে হারাম হয়ে যাবে। শরয়ী হালালাহ ব্যতীত তাদের জন্য ঘর সংসার করা সম্পূর্ণ হারাম। তালাক রাগের মাথায়, হাঁসতে হাঁসতে, ঠাট্টা করত যেভাবেই দেওয়া হোক না কেন তা পতিত হয়। আর তালাক সাধারণত কেউ খুশী হয়ে দেয় না। সবাই রাগের মাথাতেই দিয়ে থাকে। হাদীস শরীফে আছে, তালাক যেভাবেই দেওয়া হোক না কেন তা পড়ে যাবে।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ২১৯৬; সুনানে তিরমিজী, হাদীস নং ১১৮৪;

Loading