প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমি আমার বাসায় সখের বশে প্রথমে ১ জোড়া সাদা ইদুর লালন পালন করতাম। এখন তা বাচ্চা দিয়ে ৫ জোড়া হয়েছে। আমার প্রশ্ন, এই সাদা ইদুর পালন জায়েয কি? এগুলো বিক্রয় জায়েয কি? উল্লেখ্য, এই ইদুর থাকলে বাইট্টা ইদুর সহ অন্যান্য ইদুর ঘরে থাকে না। কারণ এই ইদুর অন্য গুলোকে বিড়ালের মত আক্রমন করে এবং এই সাদা ইদুরের গন্ধ অন্য ইদুররা সহ্য করতে পারে না। এতে ইদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। আর এই সাদা ইদুর সাধারণত কোন রোগ ছড়ায় না এবং অহেতুক কোন কিছু নষ্ট করে না। নিয়মিত সামান্য খাবার-পানি দিলেই চলে। আর ইদুর গুলোও শান্ত স্বভাবের হওয়াতে কোন রকম ক্ষতি হয় না। এখন এ ব্যাপারে মাসআলা জানতে চাই?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, উক্ত ইঁদুর ক্রয় বিক্রয় ও লালন পালন জায়েয।- সুনানে নাসাঈ, হাদীস নং ৪৩০৬; ইমাম নববী, শরহে মুসলিম ১০/২৩৩; তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৪৯৩-৫০০; রদ্দুল মুহতার ১৯/২৭৮ (শামেলা)

Loading