প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমি আজ আপনার প্রশ্নোত্তরে কুফু নামক একটি বিষয় দেখলাম। অর্থাৎ “কুফূ বজায় না থাকলে বিবাহ হবে না।”- এর বিস্তারিত জানতে চাই। যদি সময় না থাকে বা ব্যস্ত থাকেন তবে পরে উত্তর দিলেও চলবে। জাযাকাল্লাহু খাইরন ফিদ দারাইন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
কুফু অর্থ সমান বা বরাবর হওয়া। পারিবারিক জীবন যাতে সুখময় এবং স্থায়ী হয় সেজন্য শরীআত বিবাহের সময় পাত্র-পাত্রীর বেশ কয়েকটি বিষয়ে (যেমন ইসলাম, বংশ, সম্পদ, পেশা, সন্মান ইত্যাদি) সমতা বিধানের প্রতি গুরুত্বারোপ করেছে। অর্থাৎ উপরোক্ত বিষয়গুলোতে ছেলে যেন অন্তত মেয়ের সমান তার চেয়ে ভালো হয়। আর “কুফূ বজায় না থাকলে বিবাহ হবে না” এর অর্থ হল মেয়ে যখন তার অভিভাবককে না জানিয়ে বিবাহ করে তখন ছেলে, উপরোক্ত বিষয়গুলোতে মেয়ের পরিবারের চেয়ে নিম্ন অবস্থা সম্পন্ন হলে উক্ত বিবাহ সংঘটিতই হয় না। কিন্তু অভিভাবক যদি বালেগা মেয়ের অনুমতি নিয়ে বা নাবালেগ মেয়েকে তার অনুমতি ব্যতীত মেয়ের পারিবারিক স্ট্যাটাসের চেয়ে নিচু কোন জায়গায় বিবাহ দেয় তবে তা সহীহ হবে।–সুনানে তিরমিজী, হাদীস নং ১০৮৪; রদ্দুল মুহতার ৩/৫৯, ৮৪, ৯৪, ৮৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৯২; আল বাহরুর রায়েক ৩/১৯৪; ফাতাওয়া মাহমূদিয়া ১১/৬১৫,৬১৬; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৮/১৫৪

Loading