প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। কম্পিউটার ট্রেনিং এর দোকান দেয়া যাবে? যেমন কেউ মাউসও ধরতে পারেনা তাকে হাতে কলমে প্রশিক্ষন দেয়া যাবে কি? আর কম্পিউটারে হালালও আছে তবে বেশীরভাগ কাজই হারাম হয়ে থাকে। তো হাদীসে আছে যে, কোন ভালো পথ দেখাবে সে ব্যক্তি উক্ত ব্যক্তির সমান সাওয়াব পাবে এবং কোন খারাপ পথ দেখাবে সেও উক্ত ব্যক্তির সমান গুনাহগার হবে? ২। কাউকে যদি ভালো নিয়তে কাজ শিখাই আর যদি সে গান লোডের দোকান দেয় তাতে কি আমার গুনাহ হবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। হ্যাঁ, বৈধ কোন কিছুর ট্রেনিং দিতে কোন অসুবিধা নেই।

২। না, বৈধ কাজ শিখালে কোন সমস্যা নেই।

সুত্রসমূহঃ রদ্দুল মুহতার ৫/২৭২; আহকামুল কুরআন, মুফতী শফী ৩/৭৪

Loading