প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার বয়স ১৭ বছর। আমার আল্লাহর কিতাব সম্পর্কে বাজে বাজে চিন্তা আসে‌। আমি জানতাম না যে এটা শয়তানের ওয়াসওয়াসা । দুশ্চিন্তা করতে‌ করতে এমন পর্যায়ে চলে গেছি যে, এখন সবসময় কিতাব নিয়ে বাজে চিন্তা আসতেই থাকে। প্রায় ৬ মাস হয়ে গেছে এই রোগে আক্রান্ত। লজ্জার কারণে পরিবারের কাউকে জানাইনি রোগটির কথা। আমি এখন পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত। কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। এই রোগ কি শয়তানের ওয়াসওয়াসা? কীভাবে বেরিয়ে আসতে পারব? দয়া করে সাহয্য করবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1354
এর পাশাপাশি আপনি আমার সাইটের ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নোত্তরগুলো নিম্নোক্ত লিঙ্কে দেখতে পারেন-
http://muftihusain.com/ask_category/%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%93
%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE/

Loading