প্রশ্ন : (১) আমি একটি কিতাবে পড়েছিলাম যে, আস সালাতু খাইরুম মিনান নাউম এর উত্তরে ‘সাদাকতা ওয়া বাররতা’ পড়তে হয়। এটা সহীহ কি? (২) কাফফারা রোযা সম্পূর্ণরূপে আদায়ের পূর্বে আদায়কারীর মৃত্যু হয়ে গেলে পরিবারবর্গ মৃত ব্যক্তির পক্ষ থেকে অপূর্ণ কাফফারা রোযা সমূহ কীভাবে আদায় করবে? এতে কি পূর্ণ ৬০ জন মিসকিন খাওয়াতে হবে? মেহেরবানী করে উত্তর প্রদান করে নিশ্চিন্ত করবেন।

উত্তর :

১। আস সালাতু খাইরুম মিনান নাউম বলাই সুন্নাত।–সহীহুল বুখারী, হাদীস নং ৬১১; সহীহ মুসলিম, হাদীস নং ৮৭৪।
২। এক্ষেত্রে কাফফারার যতগুলো রোযা সে আদায় করতে পারেনি যদি ওয়ারিশগণ তার প্রত্যেকটির বিনিময়ে একটি করে ফিদয়া দিয়ে দেয় তবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন ইংশাআল্লাহ।
উল্লেখ্য যে, বিনা কারনে কাফফারার রোযা রাখতে বিলম্ব করা গুনাহ।–বাদায়েউস সানায়ে ২/৩০৪

Loading