প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১) সি.সি ক্যামেরা থেকে বাঁচার জন্য অনেক শপিং মলে যাই না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখন আস্তে আস্তে প্রায় মসজিদেই সি.সি ক্যামেরা বসাচ্ছে। যেভাবে সি.সি ক্যামেরা বেড়ে যাচ্ছে তাতে মনে হয় ঢাকার শহরে থাকা যাবে না? (আমাদের বাসার গেইট এবং সিড়িতেও সি.সি ক্যামেরা বসিয়েছে) তাই এসব ফেতনা থেকে বাচার জন্য কি নবীজীর হাদীস অনুযায়ী পাহাড়ী এলাকায় চলে যাবো? ২) বর্তমানে যেসব মসজিদে সি.সি ক্যামেরা আছে সেসব মসজিদে কি নামায পড়বো না ? ৩) আমার মনে হয় এমন দিন খুব বেশী দেরী নাই প্রত্যেক মসজিদেই সি.সি ক্যামেরার আওতায় চলে আসবে। ভবিষ্যতে যদি সি.সি. ক্যামেরা ছাড়া অন্য কোন মসজিদ যদি না পাই তাহলে কি মসজিদে নামায পড়বো না?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২+৩। না, কোন পাহাড়ী এলাকায় যেতে হবে না এবং মসজিদে যাওয়াও বাদ দিবেন না। এক্ষেত্রে আপনি মাযূর।–সূরা বাকারাহ, আয়াত ২৮৬

Loading