প্রশ্ন : ১। যিনা/ব্যাভিচার/সমকামিতার মত পাপ যদি কেউ করে ফেলে এবং আল্লাহর কাছে খালিসভাবে তওবা করে তাহলে তো আল্লাহ তাকে ক্ষমা দেন। কিন্তু আমার প্রশ্ন হলো দুনিয়াতে তো এর শাস্তি আছে। তাকে কি তাও পেতে হবে? ২। তার জন্য কি এটাই যথেষ্ট হবে, সে তার গুনাহ গোপন রেখে শুধু আল্লাহর কাছে তওবা করবে? ৩। সে কি ক্ষমা পাবে আখিরাতে? দ্রুত উত্তর দিলে উপকৃত হবো। একজন মানুষ তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। সে যদি তার গুনাহ গোপন রেখে (কাউকে এই ব্যাপারে না বলে) স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করতে থাকে তাহলে কি সে ক্ষমা পাবে?

উত্তর :

১। না।
২। হ্যাঁ, যথেষ্ট হবে।
৩। হ্যাঁ, খালেছভাবে তাওবা করলে ক্ষমা পাবে ইংশাআল্লাহ।
সূত্রসমূহঃ সূরা যুমার, আয়াত ৫৩; জামে তিরমিজী, হাদীস নং ৩৫৩৭

Loading