প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১. পর পর তিন জুমা ছেড়ে দিলে নাকি স্ত্রী তালাক হয়ে যায়? ২. স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই ধরণের কোন হাদীস কি আছে? ৩. স্বামী-স্ত্রীর মধ্যে কোন একজন যদি কোন কথা বা কাজের দ্বারা ঈমানহারা হয়ে যায় অথবা কোন কথা এবং কাজের দ্বারা কুফুরি করে ফেলে তাহলে তাদের মধ্যে বিবাহ বহাল থাকবে কি? যদি বিবাহ বহাল না থাকে তাহলে করণীয় কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। না।

২। না।

৩। কোন একজনের ঈমান চলে গেলে বিবাহ বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে কালেমা পড়ে নতুনভাবে মোহর ধার্য করত দুজন সাক্ষীর উপস্থিতিতে ঈজাব কবূলের মাধ্যমে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে।

উল্লেখ্য যে, সকল কুফরী দ্বারাই মানুষ কাফের হয় না। কুফরীর বিভিন্ন স্তর রয়েছে।–সহীহুল বুখারী, হাদীস নং ৩১

Loading