প্রশ্ন : আসসালামু আলাইকুম। এক ব্যক্তি আমাদের কোম্পানিতে ৩০০০০০/- (ত্রিশ লক্ষ) টাকা দিয়ে রেখেছে। তিনি এই টাকায় কাঁচামাল ক্রয় করে তা দ্বারা যে পণ্য উৎপন্ন হয় তা বিক্রয় করে যে লাভ হবে তা থেকে লভ্যাংশ নেয়ার নিয়তে এই টাকা দিয়ে ছিলেন। কিন্তু কোম্পানি তাকে প্রথম থেকেই ৪০০০০/- (চল্লিশ হাজার) কখনো ১ হাজার বেশি কখনো ১ হাজার কম করে দিয়ে থাকে। এখন যে ব্যক্তি কাচামাল কিনতে দিয়েছে সে তো আর ফ্যাক্টরীতে আসে না এবং সে জানেও না কি হচ্ছে। এটা কি তার জন্য সূদ হবে নাকি নিয়তের কারণে সহীহ হবে। জানালে উপকৃত হব।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
লভ্যাংশের কোন হিসাব নিকাশ ছাড়াই আন্দাজে টাকা দিলে তো স্পষ্ট সূদ হবে। বিনিয়োগকারীর কর্তব্য হল কোম্পানি থেকে হিসাবের মাধ্যমে পূর্বনির্ধারিত লভ্যাংশ বুঝে নেওয়া। অর্থাৎ তার বিনিয়োগকৃত অর্থ থেকে বাস্তবে যা লাভ হয় তার নির্ধারিত অংশ সে নিবে। আর যদি লভ্যাংশের হার (যেমন লভ্যাংশের শতকরা ৩০ ভাগ) পূর্ব থেকে নির্ধারিত না থাকে তবে তাও জায়েয হবে না। সেখেত্রে সে তার মূলধন ফিরিয়ে নিবে।–রদ্দুল মুহতার ৫/১৬৮; ফাতাওয়া হিন্দিয়া ৩/১১৭

Loading