প্রশ্ন : ঈদে ইমাম সাহেব দ্বিতীয় রাকাআতে তিন তাকবীরের স্থানে চার তাকবীর বললে কি করনীয়?

উত্তর :

এক্ষেত্রে মূলত সিজদায়ে সাহূ ওয়াজিব হওয়ার কথা। কিন্তু ঈদের নামাযে জনসমাগম বেশি হওয়ায় এবং মাসআলা সম্পর্কে অনবগত অসংখ্য মানুষ অংশগ্রহণ করায় শরীয়ত সিজদায়ে সাহূ মাফ করে দিয়েছে। তাই সিজদায়ে সাহূ ব্যতীতই নামায হয়ে যাবে।–রদ্দুল মুহতার ২/৯২; হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ৪৬৬

Loading