প্রশ্ন : আসসালামু আ’লাইকুম। হযরত, আমার প্রশ্ন হচ্ছে ১। ফরয রোযার ক্ষেত্রে স্ত্রী সহবাস এবং স্বপ্নদোষ ছাড়া অন্য যে কোন উপায়ে বীর্য বের করলে শরীআ’তের হুকুম কী? যেমন: বিছানায় শুয়ে জাগ্রত অবস্থায় বিছানার সাথে ঘষা দিয়ে বা, স্ত্রীর শরীরের সাথে ঘষে বা, একাকী অশ্লীল চিন্তা করে বীর্য বের করলে ইত্যাদি। ২। উপরোক্ত ক্ষেত্রে মজি, অদির ক্ষেত্রে কী হুকুম? ৩। রোযা রাখার নিয়ত কোনটি? কোন পর্যন্ত করা যাবে? অর্থাৎ সর্বশেষ সময় ফরয/ওয়াজিব/কাযা/ কাফফারা/সুন্নাত/নফল?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। হস্তমৈথুন বা ঘষাঘষি দ্বারা বীর্যপাত হলে রোযা ভেঙ্গে যাবে এবং ক্বাযা করতে হবে। আর যদি কোন স্পর্শ ব্যতীত শুধুমাত্র অশ্লীল কিছু দেখা বা চিন্তা করার দ্বারা বীর্যপাত হয় তবে রোযা ভাঙবে না। যদিও এগুলোর সবই রোযা অবস্থায় মারাত্মক গুনাহ।–রদ্দুল মুহতার ২/৩৯৯; আল মুহীতুল বুরহানী ২/৫৫৮

২। রোযা নষ্ট হবে না। তবে উযূ ভেঙ্গে যাবে। বিশেষ অঙ্গ ধুয়ে নিয়ে উযূ করে নিবে।

৩। নিম্নোক্ত লিঙ্কে “নিয়তের মাসআলা” নামক শিরোনামে আপনি নিয়ত সংক্রান্ত মাসআলা পেয়ে যাবেন ইংশাআল্লাহ-

http://muftihusain.com/article/রোযা-সংক্রান্ত-জরুরী-মাস/

 

Loading