প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। আল্লাহ তাআলা ১৮০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন এরকম কোনো হাদীস আছে কি? ২। জুতা পায়ে দিয়ে কবরস্থানের মধ্য দিয়ে গেলে কি গোনাহ হবে? ৩। কাউকে কবরস্থ করার সময় যখন মাটি দিতে যায় তখন দেখা যায় অনেকেই লুঙ্গির নিচে একটা গিট দিয়ে কবরস্থানে ঢুকে এ বিষয়টি কেমন? ৪। অনেক সময় দেখা যায় মসজিদে দুআ চায় এবং দুআর পর তোবারক দেয়া হয় এই দুআয় শরীক হওয়া যাবে কি? আর দুআর পর যে তোবারক দেয়া হয় এটা নেয়া যাবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, নেই। ভিত্তিহীন কথা।
২। কবর থেকে বেঁচে থেকে (অর্থাৎ কবরের উপর দিয়ে না চলে) কবরস্থানের মধ্যে জুতা পরিহিত অবস্থায় চলাফেরা করতে কোন অসুবিধা নেই। তবে কবরের উপর দিয়ে চলাফেরা করা নিষেধ চাই খালি পায়ে হোক বা জুতা পায়ে।– ফাতাওয়া হিন্দিয়া-১/১৬৭; হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ৬২০
৩। কোন সমস্যা নেই।
৪। সহীহ পদ্ধতিতে দুআ হলে তাতে শরীক হতে কোন অসুবিধা নেই। নিম্নোক্ত লিঙ্কের ৫ নং উত্তরে আপনি আপনার উত্তর বিস্তারিত পেয়ে যাবেন ইংশাআল্লাহ।
http://muftihusain.com/ask-me-details/?poId=1019

Loading