প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরত আমার প্রশ্নগুলো হলো ১/ বিবাহের সহীহ পদ্ধতি কেমন হবে? কেমন হওয়া চাই? একটু হযরত খোলাসা করলে ভালো হতো? ২/ কনে পক্ষ বরের বাড়িতে আসার পদ্ধতি কেমন হবে? বেপর্দার সয়লাব চলছে। মেয়ে তো সাজা অবস্থায় থাকে। কিভাবে কি করবে? ৩/ কনে পক্ষ ও বর পক্ষ কে কোন খরচ বহন করবে? খাওয়ানোর পদ্ধতি কি হবে? ৪/ বর্তমানে মোহরে ফাতেমী কত? ৫/ বর্তমানে গায়ে হলুদের নামে যা হয় এটা কতটুকু জায়েয? গান-বাজনা হলে এমন বিয়ের বিধান কি? অনেক নামাজ এর খেয়াল নাই? ৬/বর ও কনে পক্ষের পরিবার এই ভাবে বিয়ের ওছীলায় কি নামায ইচ্ছা করে ক্বাযা করতে পারবে? এতে বিয়ে কতটুকু কবূল হবে? উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর দিলে কৃতজ্ঞ হবো। জাযাকাল্লাহু খায়রন ফিদ দারাইন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
(১+২+৩+৫) এই প্রশ্নগুলো লম্বা আলোচনার দাবী রাখে।আর আমার ব্যস্ততাও খুব বেশী।তাই নিম্নোক্ত লিঙ্কের আমার শায়েখের লিখিত কিতাবটি পড়লে আশা করি সব প্রশ্নের উত্তর বিস্তারিত পেয়ে যাবেন ইংশাআল্লাহ।
http://www.darsemansoor.com/kitaab/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9/
(৪) এক লক্ষ বিশ হাজার টাকা।
(৬) না, পারবে না। এর ফলে উক্ত বিবাহ বরকতহীন হবে।–সুনানে তিরমিজী, হাদীস নং ২৬২১।

Loading