প্রশ্ন : ফজর, মাগরিব ও এশার নামায যদি একা একা পড়ি তবে তখনও কি উচ্চস্বরে পড়তে হবে নাকি নিম্নস্বরে পড়লেও হবে?

উত্তর :

একা একা পড়ার ক্ষেত্রে আপনি ইচ্ছাধীন। চাইলে উচ্চস্বরে পড়তে পারেন আবার নিম্নস্বরেও পড়তে পারেন।–আল বাহরুর রায়েক ১/৪০৫; বাদায়েউস সানায়ে ২/২৭৪

Loading