প্রশ্ন : এক ব্যাক্তি চাকরীর জন্য প্রতিদিন প্রায় একশত কিলোমিটার দূরে গিয়ে অফিস করে৷ প্রায় এক দেড় ঘন্টা সফর করে সেখানে যায়৷ আবার বিকেলে ফিরে আসে৷ প্রশ্ন হল, সে ওখানে গিয়ে জোহর-আসর নামায পূর্ণ পড়বে না কসর করবে? জাযাকল্লাহ
উত্তর :সে রাস্তায় এবং উক্ত স্থানে পৌঁছে নামায কসর করবে।-ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯,আসারুস সুনান পৃ: ২৬৩; রদ্দুল মুহতার ২/১২১।