প্রশ্ন : ১। মহিলারা স্বামীকে তালাক দিতে পারবে কি? ২। যদি নিজের স্বামীকে না জানিয়ে অন্য পুরুষের সাথে চলে যায়, আর যদি স্বামী যদি তাকে তালাক না দেয় এমতাবস্থায় ঐ স্ত্রী অন্যত্র বিবাহ বসলে তা শুদ্ধ হবে কি? এমতাবস্থায় মহরের হুকুম কী?

উত্তর :

১। না, মহিলারা কখনো স্বামীকে তালাক দিতে পারে না। আর দিলেও তা কার্যকর হয় না।- বাইহাকী, আসসুনানুল কুবরা, হাদীস নং ১৫৫৭৪; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২২০৬
নিম্নোক্ত লিঙ্ক দুটিতে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1312
http://muftihusain.com/ask-me-details/?poId=2119
২। না, উক্ত বিবাহ সহীহ হবে না।

Loading