প্রশ্ন : আসসালামু আলাইকুম, হাদীসে আছে যে- জান্নাতে ১০০ টি স্তর রয়েছে, তাহলে আমরা যে বলি ৮টি জান্নাত এটার ব্যখ্যা কি? বিস্তারিত বললে উপকৃত হবো।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হাদীস শরীফে আছে জান্নাতের আটটি দরজা রয়েছে। আটটি জান্নাত নয়। আর জান্নাতের স্তর হল একশতটি। উভয়ের মাঝে কোন বৈপরীত্য নেই। একটি ভবনের আটটি দরজা থাকলে তার একশত স্তর (তলা বা ফ্লোর) থাকতে বাঁধা কোথায়? জান্নাতের বিষয়টিও অনুরূপ।– সহীহুল বুখারী, হাদীস নং ২৭৯০; সহীহ মুসলিম, হাদীস নং ৪৯৮৭; সুনানে নাসাঈ, হাদীস নং ১৪৮; সুনানে তিরমিজী, হাদীস নং ৫৫

Loading