প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতরাম মুফতী সাহেব, আমার একটি মাসআলা জানার জন্য প্রশ্ন। “এ. আর. রহমান” যার পূর্নরুপ (আল্লাহ রাখা রহমান) এই “এ. আর. রহমান” নামটি রাখা যাবে কি না? বিস্তারিত জানালে উপকৃত হতাম।

উত্তর :

না, রাখা যাবে না। রহমান নাম রাখতে হলে এর সাথে আবদ শব্দটি যুক্ত করে আব্দুর রহমান রাখতে হবে। কোন মানুষের জন্য আবদ বাদে শুধু রহমান নাম রাখা জায়েয নয়। কেননা রহমান আল্লাহ তাআলার একটি জাতী নামের মত হয়ে গিয়েছে। যেমনিভাবে কারো নাম আল্লাহ রাখা জায়েয নেই তেমনিভাবে রহমান রাখাও জায়েয নেই।–শরহুল ফিকহিল আকবার, পৃষ্ঠা ১৯৩

Loading