প্রশ্ন : যদি ইমাম তিলাওয়াতে সিজদার আয়াত পাঠ করার পর ভুলে সিজদা না দেয়। তাহলে কি সে গুনাহগার হবে? কুরআন ও হাদীসের রেফারেন্স সহ উত্তর আশা করছি। জাযাকাল্লাহ খাইরন।

উত্তর :

ইচ্ছাকৃতভাবে নামাযে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা গুনাহের কাজ। নামাযের বাইরে এই সিজদাহ আদায় করলে হবে না। বরং ইস্তেগফার করবে। আর কেউ ভুলে না করলে সে মাযূর গণ্য হবে। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইংশাআল্লাহ।–সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৭২১৯; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৪৫

Loading