প্রশ্ন : আসসালামু আলাইকুম আমার আপন খালা বিবাহিতা, তার স্বামী আছে কিন্তু কাজ করে না। অথচ কাজের সামর্থ রাখে। খালুর অনেক জমি আছে, কিন্তু তার অন্য ভায়েরা তার জমি অন্যায়ভাবে দখল করে আছে। তা সে কোন ভাবে ভোগ করতে পারে না। আমার খালার একটা গাভী আছে তা দিয়ে কোন রকম তাদের সংসার চালায়। তাদের একটা সৌর বিদ্যুৎ দরকার কিন্তু সামর্থ নাই, এমতাবস্থায় কি আমি আমার খালাকে যাকাতের অর্থ/টাকা দিয়ে সাহায্য করতে পারি? বা ওই টাকা দিয়ে সোলারের ব্যবস্থা করে দিতে পারি? গরমে তাদের অনেক কষ্ঠ হয়। আপনার উত্তরের অপেক্ষায় রাইলাম।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

আপনার খালা প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমান সম্পদের মালিক হলে তাকে যাকাত দেওয়া যাবে না। অর্থাৎ তার নিকট যদি বর্তমান বাজারদর অনুযায়ী ৪২০০০ টাকা মূল্য সমপরিমাণ সম্পদ (যেমন সোনা রূপা, নগদ টাকা বা অন্য কোন প্রয়োজন অতিরিক্ত সম্পদ) থাকে তবে তাকে দেওয়া যাবে না। সেক্ষেত্রে যদি আপনার কোন বালেগ খালাত ভাই বা বোন থেকে থাকে আর তাদের নেসাব পরিমান সম্পদ না থাকে তবে তাদেরকে মালিক বানিয়ে টাকা দিতে পারেন। পরে তারা তা দিয়ে সোলার প্যানেল ক্রয় করল। আর আপানর খালার নেসাব পরিমাণ সম্পদ না থেকে থাকলে তাকেও দিতে পারবেন।

 

Loading