প্রশ্ন : হাদিসের ভিতরে ছবি আঁকা নিষেধ করা ও কঠিন শাস্তির কথা বলা হয়েছে, আমার প্রশ্ন ছবি তোলা আর আঁকার মধ্যে পার্থক্য আছে,সুতরাং দুইটার বিধান এক হয় কেমনে,দয়া করে বুঝিয়ে বলুন

উত্তর :

হাদীস শরীফে যেমনিভাবে ছবি আঁকার ব্যাপারে নিষেধাজ্ঞা ও কঠিন শাস্তির কথা এসেছে তেমনিভাবে যারা আল্লাহ্‌ তাআলার সৃষ্টির সাথে সাদৃশ্যতা তৈরি করে (চাই তা ছবি অংকন করে হোক বা ক্যামেরার মাধ্যমে ছবি তুলে হোক বা মূর্তি বানিয়ে হোক কিংবা অন্য কোন উপায়ে হোক) তাদের ব্যাপারেও হাদীস শরীফে কঠিন শাস্তির কথা এসেছে।

قَالَ إِنَّ مِنْ أَشَدِّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُشَبِّهُونَ بِخَلْقِ اللَّهِ

অর্থঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে তাদেরকে যারা আল্লাহ্‌ তাআলার সৃষ্টির সাথে সাদৃশ্যতা তৈরি করে।–সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৪৭; সুনানে নাসাঈ, হাদীস নং ৫৩৭২।

দেখুন, উল্লেখিত হাদীসে আল্লাহ্‌ তাআলার সৃষ্টির সাথে যে সাদৃশ্যতা তৈরি করে তার জন্য আযাবের কথা এসেছে, ছবি অঙ্কনকারীর জন্য নয়। আর ছবি অঙ্কনের চেয়ে ছবি তোলার মধ্যে  আল্লাহ্‌ তাআলার সৃষ্টির সাথে সাদৃশ্যতা আরো পরিপূর্ণ মাত্রায় পাওয়া যায়।

Loading