প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর আমাদের বাড়ীতে মোট তিনটি রুম। এক রুমে আমার আব্বা আম্মা থাকেন। এক রুমে আমার বালেগ ছোট ভাই থাকে। আর এক রুমে আমি এবং আমার স্ত্রী থাকি। কিন্তু আমার স্ত্রী বিনা কারণে হিংসার দরুন আমার আব্বা আম্মার সাথে থাকতে চান না। সে আলাদা বাসা ভাড়া অথবা বাড়ী বানিয়ে দিতে বলেন। কিন্তু আমার আব্বা আম্মা এক সাথে থাকেত চান। এ নিয়ে প্রায় সময়ই ঝগড়া এবং মনমালিন্য সৃষ্টি হয়। আমার আব্বা খুব একটা উপাজর্ন করতে পারেন না তাই আমি আলাদা হতে চাই না। আমি বেশ কয়েকবার অশান্তির কারণে আত্মহত্যার চিন্তা করেছিলাম। আল্লাহ তা’য়ালা মেহেরবানী করে হেফাজত করেছেন। আমি খুব পেরেশানীতে আছি। এখন আমার কি করণীয়?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এই লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ http://muftihusain.com/ask-me-details/?poId=859

Loading