প্রশ্ন : ইসলামের দৃষ্টিতে বিনোদন কি? টিভিতে হিন্দি সিরিয়াল (জামাই রাজা/ বিগবস/যুধা আকবর) এসব দেখা কি বিনোদনের মধ্যে পড়ে?

উত্তর :

ইসলামী বিনোদন যেমন স্ত্রীর বা আত্মীয়স্বজনের সাথে হাস্য রসিকতা করা, শারীরিক ব্যামের জন্য বৈধ সীমারেখার মধ্যে থেকে খেলাধুলা করা ইত্যাদি।
আর আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো দেখা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। এগুলোতে বেহায়াপনা, অশ্লীলতা, বাদ্য, যৌন সুড়সুড়ি, নাচগান, গাইরে মাহরামকে দেখা সহ একাধিক নাজায়েয ও আপত্তিকর বিষয় রয়েছে।- –সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪৯২৯; সুনানে বাইহাকী, হাদীস নং ২১৫৩৭; মুসনাদে আহমাদ, হাদীস নং ২২২১৮

Loading