প্রশ্ন : হযরত শুরুতে আমার ভক্তিপূর্ণ সালাম নিবেন। আশা করি ভালো আছেন। হযরত আমার প্রশ্ন হচ্ছে আমি সব সময় নফল পড়ার সময় চার নামাযের নিয়ত করি। যেমনঃ এশরাকের সময়: দুই রাকাআত এশরাকের নামায আদায় করছি তওবা, শুকরিয়া ও হাজাতের নামাজের সাথে। অথবা দুই রাকাত এশরাকের নামাজ আদায় করতেছি তাহিয়্যাতুল উযূ, দুখূলুল মসজিদ এবং তওবার নামাযের সাথে। অথবা এশরাক ও চাশতের ওয়াক্ত এক সাথে থাকলে: দুই রাকাত এশরাক ও চাশতের নামায আদায় করছি তওবা এবং শুকরিয়ার নামাযের সাথে। যোহরে: দুই রাকাআত যোহরের নফল নামায আদায় করছি তওবা, শুকরিয়া ও হাজতের নামাযের সাথে। মাগরিবে: দুই রাকাআত মাগরিবের নফল নামায আদায় করছি তওবা, শুকরিয়া ও আওয়াবীনের সাথে। এশায়: দুই রাকাআত এশার নফল নামায আদায় করছি তওবা, ‍শুকরিয়া ও তাহাজ্জুদের সাথে। সাধারণ নফলের সময়: দুই রাকাআত হাজাতের নামায আদায় করছি তাওবা, শুকরিয়া ও তাহাজ্জুদের নামাযের সাথে। সাধারন নফলের সময়: দুই রাকাত এস্তেখারার নামাজ আদায় করছি তাওবা, শুকরিয়া ও হাজাতের নামাযের সাথে ইত্যাদি। হুজুর নিয়ত গুলোর মধ্যে কোন ভুল থাকলে জানাবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এভাবে নিয়ত করাতে কোন সমস্যা নেই।–আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ১/১৮৫,১৮৬

Loading