প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমি বিবাহিত। বিয়ের পর আমার অনেক চুল সাদা হয়ে গেছে। বিয়ের আগে এত বেশি ছিল না। আমি কিছুদিন আগে গারনিআর হেয়ার কালার ব্যবহার করেছি। কিন্তু এই হেয়ার কালার ব্রান্ডগুলোর উপাদান হালাল না হারাম আমি জানি না। আমি কালো রঙ ব্যবহার করি নাই কারন কালো রঙ ব্যবহার করা নিষেধ এটা জানি। কালো ছাড়া অন্য যেকোনো রঙ কি ব্যবহার করা যাবে? কালো রঙ ব্যবহার করা নিষেধ সংক্রান্ত কিছু রেফারেন্স জানতে চাচ্ছিলাম।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, কালো ছাড়া অন্য রঙ ব্যবহার করা যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
يكون قوم يخضبون فى آخر الزمان بالسواد كحواصل الحمام لا يريحون رائحة الجنة

অর্থঃ শেষ জামানায় এমন কিছু লোক হবে যারা কবুতরের বুকের ন্যায় কালো খিজাব ব্যবহার করবে। তারা জান্নাতের ঘ্রান পাবে না।-সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪২১৪; সুনানে নাসাঈ, হাদীস নং ৫০৯০
অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের দিন হযরত আবূ কুহাফার (রাঃ) চুল ও দাড়ি সাদা দেখে বলেছিলেন-
غَيِّرُوا هَذَا بِشَىْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ
অর্থঃ এটাকে (সাদাকে) কোন কিছু দ্বারা পরিবর্তন কর তবে সাদা থেকে বেঁচে থাক।–সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৩১; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৬২৪

Loading