প্রশ্ন : আসসালামু আলাইকুম। হুজুর আমাদের বাড়ির পাশের বেশ কয়েকজন মহিলা খ্রিষ্টানদের স্কুলে গিয়ে খ্রিষ্টান হয়েছে। তারা মাসে মাসে টাকা ও রুটি ইত্যাদি আরো অনেক কিছু পায়। তারা লোক লজ্জায় বিষয়টি বেশি প্রকাশ করেনি। অনেকটা এমন যে তার এখনো মুসলমান আছে। আসলে খ্রিষ্টানদের সাহায্য পাওয়ার জন্য তারা এমনটা করেছে। আমাদের বাড়ির পাশে অনেক সময় তালীম হয় অনেকে তাদের সেই তালীমে নিয়ে যেতে না চাইলে আমি তাদের বাধা দেই। বলি থাক যদি তাদের অন্যায় তাদের বুঝে আসে তবে তওবা করবে। এখন আমার ভয় হচ্ছে এটা কি ঠিক করলাম। যদি ঠিক না করে থাকি তবে এখন থেকে তাদের সাথে কি করণীয় জানালে খুশি হব।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
তালীমে তাদের নেওয়াতে দোষনীয় কিছু নেই বরং তাদের নিয়ে যাওয়া উচিত। আর আপনাদের ঈমানী দায়িত্ব এবং আপনাদের জন্য জরুরী হল তাদেরকে বুঝাতে থাকা যাতে তারা ফিরে আসে। তাদেরকে এটা বুঝাতে হবে যে ক্ষণস্থায়ী দুনিয়ার সাময়িক সুখ শান্তির জন্য চিরস্থায়ী আখেরাত বরবাদ করা কোন বুদ্ধিমানের কাজ নয়। আর পার্থিব জীবনের কষ্ট যে কোন ভাবে চলে যাবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামের শাস্তি এক সেকেন্ডের জন্যও সহ্য করা দুষ্কর। তাই তাদেরকে কাছে টেনে আপনজনের মত বুঝাতে থাকুন। দূরে ঠেলে দিলে বেঈমানেরা আরো পেয়ে বসবে।

Loading