প্রশ্ন : কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে কিছু ক্রয় করে তবে তা কি হালাল যদি সে ক্রেডিট কার্ডের সুদ পরিশোধ করে?

উত্তর :

হ্যাঁ, ক্রয়কৃত পণ্য তো হালাল হবে। তবে তার সূদ দেওয়ার জঘন্যতম গোনাহ হবে। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=2505
উল্লেখ্য যে, ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনভাবে সূদী কারবারে জড়িয়ে না যেতে হয়। তাই কার্ডের লোন অবশ্যই “মিনিমাম ডিও”তারিখের মধ্যে পরিশোধ করা জরুরী। যাতে কখনো সূদ না দিতে হয়। সূদী কারবারে জড়িয়ে পড়ার আশংকা থাকলে এ কার্ড ব্যবহার করা জায়েয হবে না।

Loading