প্রশ্ন : ১। স্বামী-স্ত্রী উভয়েই বিদেশে কাজ করে। স্ত্রী যেখানে কাজ করে তার ভাষ্যমতে সিগারেট ছাড়া অন্য কোনো হারাম প্রোডাক্ট বিক্রয় করা হয় না, আমার মনে নাই বিয়ার বিক্রি করে কিনা, ভুলে গেছি। তার দেয়া টাকা দিয়ে কি দেশে ভাগায় কুরবানী দেয়া যাবে? যদি না যায় আর তারপরেও যদি তারটা সহ ভাগায় কুরবানী দেয়া হয় তাহলে কি সকলের কুরবানী বাতিল হবে? তার নিজের নামে বা অন্য কারো নামে কুরবানী দিলে কি তা আদায় হবে?২। ব্যাংকার ব্যক্তি যদি শামিল থাকে ভাগায় তবে কি সকলের কুরবানী বাতিল হবে? উল্লেখ্য, ব্যাংকার ব্যক্তির অন্য কোনো আয়ের উৎস নেই।

উত্তর :

১।হ্যাঁ, তার দেওয়া টাকা দিয়ে ভাগে কুরবানী দিলে তা আদায় হবে এবং এতে অন্যের কুরবানী বাতিল হবে না।–রদ্দুল মুহতার ৬/৪৫৪; মাজমূআতুল ফাতাওয়া ২/১২৭; ফাতাওয়া রশীদিয়া, পৃষ্ঠা ৪৮৮; ফাতাওয়া উসমানী ৩/৮৮,৮৯
২। হ্যাঁ, ব্যাংকের আয় থেকে দিলে সকলের কুরবানী বাতিল হবে।–রদ্দুল মুহতার ৬/৩২৬; আহসানুল ফাতাওয়া ৭/৫০৩

Loading