প্রশ্ন : আমি বিবাহিত। আর মেয়েটারও বিবাহ হয়েছিলো এবং ছাড়াছাড়িও হয়েছিল। আমরা দুজনে দুজনার এসব কিছু জানতাম। আমরা কারো কাছে কিছুই গোপন করিনি। আমরা দুজনকে দুজনা ভালবাসতাম। আমরা গোপনে বিবাহ করলাম। এক হাফেজ বিবাহ পড়ান আরো লোক ছিল। বিবাহের পর আমরা এক সাথে অনেক দিন থেকেছি। আমি আমার বাসায় বলেছিলাম ও একটু পরে বলত। কয়েক মাস পর জানাজানি হলে ওর বাবা ওকে জোর করে ঐ কাজির কাছ থেকে তালাক দেয় এবং এর কিছু দিন পর চুপিচুপি আর এক জায়গায় বিবাহ দেয়। আমার জানার বিষয় হল ১।আমার বিবাহ কি হয়েছিল?আমরা যে এক সাথে ছিলাম তা জায়েয ছিল কি না? আমি জানি ছেলে মেয়ে গোপনে বিবাহ শরিয়ত উৎসাহ দেয়না। ২। আর মেয়েরা কি তালাক দিতে পারে? ৩।এখন যে সে বিবাহ করল তা জায়েয কি?

উত্তর :

১+৩। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে নিম্নলিখিত বিষয়গুলো জানা বা দেখা প্রয়োজন-

(ক) আপনাদের উভয়ের পারিবারিক স্ট্যাটাস বিস্তারিত জানাবেন।

(খ) আপনাদের বিবাহের কাবিননামা এবং মেয়ের বাবা কর্তৃক কাজীর নিকট প্রদেয় তালাকনামা পাঠাবেন।

২।না, মেয়েরা তালাক দিতে পারে না।তবে ক্ষেত্রবিশেষে নিজের উপর তালাক গ্রহণ করতে পারে।– সহীহ মুসলিম, হাদীস নং ৩৭৬০; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৮১।

Loading