প্রশ্ন : আস্‌সালামু আলাইকুম, হযরত। নামাযের মধ্যে সূরাসমূহ যে ধারাবাহিকতায় পড়তে হয় তা যদি ভুলে উল্টো (যেমনঃ প্রথমে সূরা কাওসার এবং পরে সূরা ফিল) পড়া হয়, তবে কি সাহুসিজদা দিলে নামায আদায় হবে? জাযাকাল্লাহ্।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
ইচ্ছাকৃত এভাবে তিলাওয়াত করা মাকরূহ। ভুলবশত হলে মাকরূহ হবে না। তবে এক্ষেত্রে সিজদায়ে সাহূর প্রয়োজন নেই।–হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ৩৫২; রদ্দুল মুহতার ১/৫৪৭; হালবিয়ে কাবীর, পৃষ্ঠা ৪৪০; ইলাউস সুনান ৩/১৪২-১৪৫; আহসানুল ফাতাওয়া ৩/৪৪৪।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউস(রাঃ) কে ঐ লোকের ব্যপারে জিজ্ঞাসা করা হয়েছিল যে কুরআন শরীফ উল্টো তারতীবে পড়ে। তিনি বললেন, সে তো উল্টো অন্তরের (মানুষ)।- তাবারানী, আল মুজামুল কাবীর, হাদীস নং ৮৮৪৬।

Loading