প্রশ্ন : অন্যের দোকানে চাকরিরত অবস্থায় সিগারেট, জর্দা, তামাক বিক্রি করার বিধান কি?

উত্তর :

সিগারেট বিক্রি করা মাকরূহে তাহরীমী। আর জর্দা ও তামাক বিক্রি করা থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী এগুলো শরীরের জন্য ক্ষতিকর।- সূরা ইসরা, আয়াত ২৬; সূরা আরাফ, আয়াত ১৫৭; সহীহুল বুখারী, হাদীস নং ৪৩৪৩; রদ্দুল মুহতার ৩/২০৮।

Loading