প্রশ্ন : আসসালামু আলাইকুম, হুজুর ১। কাউকে ভিডিও ইডিট করে দেয়া কি জায়েয? অথবা ২। আমি ইডিট না করে, কীভাবে ইডিট করতে হয় সে বিষয়ে বলা কি জায়েয হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। প্রানীর ভিডিও হলে তো জায়েয হবে না। আর অন্যকে শিখিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি আপনি প্রানীর ভিডিও ইডিট করার নিয়তে শিখিয়ে দেন তবে জায়েয হবে না। অনুরূপভাবে যদি জানেন যে, সে প্রাণীর ভিডিও নিয়েই কাজ করবে তখনও শিখিয়ে দিবেন না। অন্যথায় শিখিয়ে দিতে পারেন।

Loading